ও মাঝিরে, ও মাঝি,
পার করে দে বলবো না আর
তোর খেয়াল-খুশির দোল দুলবো না আর
যা হয় তা হোক আমি এবার
দেবো সাঁতার এপার-ওপার।।
তরঙ্গে তরঙ্গে লাগুক না এ অঙ্গে সেই জোয়ার
অশান্ত অশান্ত ভাবনাদের গতি নেই তো আর
ডুবি আর ভেসে যাই
তীর খোঁজা মনে তির বিঁধুক এবার।।
মাঝিরে তোর বড়ই অহংকার
লোকের পারাপার খেলাটা মজার।
অনন্ত জীবন্ত আছে কি না আছে বুঝি না
জীবন্ত স্বপন তো মনেই আছে তাই খুঁজি না
মরি কি বাঁচি আর
মন ভাঙা ভয় ভাঙি এবার ।।