মনের নাগাল পাবো না জেনেও
খুঁজে খুঁজে বেড়াই,
পথে কখন নিজেই হারিয়ে যাই ।।
এতো যে হিসেব করে কথা নিয়ে বসে থাকি
কোন প্রশ্নের কী জবাব দেবো মনে মনে ভেবে রাখি
কাছে এসে দাঁড়ালে সে সব কিছু ভুলে যাই ।।
খনির সোনা চুড়ির সোনা সবাই সোনা হয়
মনের সোনা গড়াই আমার প্রাণের অনুনয় ।
তাই তো খুশির আশায় দিয়েছি জলাঞ্জলি
সে ছাড়া আর এসব কথা অন্য কারে বলি
অন্ধকারে বন্ধ চোখে তবু তো পা বাড়াই ।।