কোনো ভোরের পাখি কখনো কি বলবে
        আজ ভোর হবে না, ভোর হবে না
কোনো ফুল কখনো কি বলতে পারে
        ভোমরা বঁধূ মধূ-চোর হবে না ।।


অনেকে বলে আলো চাই
শুধু শুধু কেন ঐ আঁধার বালাই
ময়ুরীও বলবে কি সেই কথাটাই
        কখনো বরষার ঘন ঘোর হবে না ।।


ঝড়ো হাওয়াতে ঝরে ঝরে ফুল ফুল
দুখ জাগে মনে লাগে এতে নেই ভুল
তবু যদি ভালবাসা ঝড় হয়ে আসে
       সে ঝড় কি মন দোলানোর হবে না ।।