কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
. জল কি ভরা যায়
দীঘির কালো জল নয়নে,
কখন টলমল, কে জানে
সবি ভাসে চোখের বরষায় ||
সময় বুঝে হাওয়া আসে জলে জাগে ঢেউ,
কেমন করে কলস ভাসে বুঝবে নাতো কেউ
শূণ্য হাতে এখন ঘরে ফেরা দায় ||
কুল গেছে পথে এসে যার কারনে,
সে মনের কূল মেলে না হাজার মরণে |
ফিরে গেলে সবাই মিলে শুধাবে যখন,
কোথায় গেল জলাঞ্জলি, কলস, কোথা মন,
কথা তো থাকে না কিছুই, চোখে হায় হায় ||