কখনো কখনো মাটির প্রদীপ
.        সূর্যশক্তি পায়
তার সে আলো ছড়িয়ে পড়ে
ঘরের দেয়াল তুচ্ছ করে
.        ঐ আকাশ যে ভেসে যায় ||


গোষ্পদ কোন কোনদিন
.        মহাসাগরের ঢেউ তোলে
কিশলয় এক বিশালতা পেয়ে
.        ঝড়ের খুশিতে দোলে
ঘূণ ধরা যত ভিতে নাড়া
.        যে পড়ে চকিতে
.        আশা যে দিশা চেনায় ||


অন্ধ দু’চোখ অন্ধকারে পূর্ণিমা রাত জ্বালে
ভীরু অন্তর ভুলে যায় কি আছে না আছে কপালে ||


দখিণায় কেন কোনদিন আহা
.        ঝড়ের বাঁশিটি বাজে
জীবনের সোনা মিলে মিশে যায়
.        পথের ধূলির মাঝে
ক্ষণে ক্ষণে নব তারে বীণা যে
.        বাজে বাহারে
.        মল্লারে ছুঁয়ে যায় ||