কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
আমি বলি আমার সর্বনাশ ।
কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস
আমি বলি আমার দীর্ঘশ্বাস ।।


কেউ বলে নদী কেউ তটিনী
কেউবা দিয়েছে নাম তরঙ্গিনী ।
আমিতো তাকে কোনো নামে ডাকিনি –
সে যে আমার চোখেই জলোচ্ছাস ।।


জোনাকীর নাম নাকি আঁধার মাণিক,
আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্‌ ।


খর বৈশাখে প্রথম যেদিন
মেঘের মিছিলে ঐ আকাশ রঙিন ।
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ
আমি শুনি ঝড়ের পূর্বাভাস ।।