ছড়িয়ে রয়েছ কেন
কোটি কোটি তারা ছড়িয়ে রয়েছ কেন |
একবার হলে জড়ো
আলোর প্রতিযোগিতায় তোমরা সূর্যের চেয়ে বড় ||
. পথে পড়ে থাকা নুড়ি
. তোমরা খণ্ড খণ্ড বলে
যার খুশি যায় তোমাদের পায়ে দলে,
ভুল না তোমরা ভুল না
তোমরা জমলে পাহাড় গড়ো ||
. একটি ধানের শিষ
. তোমায় দেখবে না কেউ চেয়ে,
. সেখানে সোনার ঢেউ,
. যেখানে লাখে লাখে আছো চেয়ে |
. জলবিন্দুরা শোনো
. যতদিন বিন্দু বিন্দু রবে
হাওয়ায় শুকাতে চোখেই লুকাতে হবে,
. মিলে মিশে দেখো তোমরা
. কেমন সমুদ্র হতে পারো ||