বাঁশিটার একটাই দোষ,
বলে রাধা রাধা ।
বোঝে না সে রীতি-নীতি
চেনে নাতো বাধা ।।


রাধা মানে ভালোবাসা রাধা মানে প্রাণ
এ কথাই বাঁশি জানে তাই অভিমান
জানে না তো ননদিনীর
কথায় আছে হাজার ধাঁধা ।।


পৃথিবীতে ভালোবাসা ছাড়াও কিছু আছে
এ কথাই আজও অজানা অবুঝ বাঁশির কাছে ।


বিদ্বেষ হানাহানির সুর এ বাঁশিতে নেই
মনগড়া পথ বন্ধুর এ বাঁশিতে নেই
এখন সুখের মিছিলে তাই
শুধুই শুনি বাঁশির কাঁদা ।।