আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ
নাম ধরে ডাকে ও কে ?
অনেকটা যেন তারই মত
যাকে ‘ভুল’ বলে লোকে ।।
নিমেষে চরণ থেমে যায়
আমি পিছু ফিরে তাকাই
সে বলে আমায় দেখ দেখ
আর চেন কিনা বল তাই,
আমি কি করে বোঝাই সারাটা জীবন
ওকে নিয়ে আছি বুকে ।।
ও কি জানে আমি তোমায় পেয়েছি
হারিয়েছি ওরই কারণে
ও কি জানে ক্ষণে ক্ষণে মরেছি
বেঁচেছি ওরই কারণে |
এ পথ চলা হবে না জানি
ভুলের সঙ্গে ফুরাবে
ঠিকানা খোঁজার জ্বালা তবে
এখানেই বুঝি জুড়াবে,
আমি খুঁজে পেলেও তো তাকেই পাব
তোমার চোখের পলকে ।।