আমার স্বপন কিনতে পারে
  এমন আমীর কই ?
আমার জলছবিতে রঙ মিলাবে
  এমন আবীর কই ?।


আমি দুখের সিংহাসনে বসে
সুখের বিচার করি,
আমি ভাবের ঘরের অভাবটুকু
আখর দিয়ে ভরি ।
আমার পরম বন্ধু হবে
এমন অধীর কই ?।


আমি অসীম ধনে ধনী
দরিদ্র কে বলে আমায়,
জাগরনের ঘুমে আছি
বিনিদ্র কে বলে আমায় ।


আমি পথের দিশা ভুলে গিয়ে
পথেই ফিরেই আসি,
আমি ভালোবাসার যন্ত্রণাকে
অধিক ভালবাসি।
আমায় ধরে বেঁধে রাখে
এমন সে নীড় কই ?।