আমার মন-দোতারার একটি তার
বাজে বসন্তবাহারে
আর একটি তারে শুনি সেই চেনা সুর
‘দিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে ।।
আমার ফুলবাগানে ফোটেরে
ঐ একই বৃন্তে দুটি ফুল
তার একটি দখিন হাওয়া মেখে
সুখের আবেশে দোদুল ।
আর একটি নিথর নীরব চেয়ে থেকে বলে
এই ফাগুনেই পথ পাব কি দুঃখ সুখের পারে ।।
আমার দুই নয়নের একটি নয়ন
রূপের নেশায় মগন
আর একটি জলে ভাসে আকাশে বাতাসে
খোঁজে অরূপরতন |
আমার সাধের নদী বহেরে
ঐ একই স্রোতে দুধারায়
তার একটি তীরে তীরে মাতে
সুখের জীবন বেলায় ।
আর একটি যেতে যেতে থমকে থেমে বলে
আর কতকাল বইব আমার ক্লান্ত জীবনটারে ।।