আহা বৃষ্টি তো নয় যেন আশিস্ ধারা
ধূসর রুক্ষ মাটি বুকে জাগায়
সবুজে সবুজে প্রাণের সাড়া ||
কি জ্বলনে জ্বলা বুকে শোনে ধরণী
বরষার ভরসার পদধ্বনি,
সিক্ত রসের ঐ মুক্তধারায় ভাসে
খরতাপে গড়া এক বন্ধকারা ||
মনগড়া যত জ্বালা যত অভিমান
ভেসে যাক্ ধুয়ে যাক্ সেই ব্যবধান |
ভুলি তাকে, বলি মুখে, ভোলা সেকি যায়
চোখে ভাসে সুমধুর ধারায় ধারায়,
সুপ্তমনের সেই গুপ্তধনে
বিজলী জ্বলে যেন পাগল পারা ||