এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
ওকি সূর্য নাকি স্বপনের চিতা !
ওকি পাখির কুজন নাকি হাহাকার ।।


রাত্রি সে তো স্বভাবে মলিন
তাকে স’য়ে থাকা যায়
ভোরের পথের দিকে
চেয়ে থাকা যায়,
সে ভোর অন্ধ হল কি হবে এখন
তার যে কথা ছিল আলো দেবার ।।


আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরাল
আজ থেকে বুঝি আমার দিনেরা আকাশ-পথ হারাল ।


সূর্যটাকে কি জানি কি ভেবে
চেয়ে দুহাতে নিয়ে
জ্বেলে আবার সে
গেছে নিভিয়ে,
যাবার সময় গেছে তাকে মাড়িয়ে
জ্বলতে না পারে যেন কখনও আবার ।।