জটিলেশ্বর মুখোপাধ্যায়

Jatileswar Mukherjee

জটিলেশ্বর মুখোপাধ্যায়
জন্ম ১৩ ডিসেম্বর ১৯৩৪
জন্মস্থান হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু ২১ ডিসেম্বর ২০১৭
সমাধি কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

জটিলেশ্বর মুখোপাধ্যায়, ১৩ ডিসেম্বর ১৯৩৪ সালে অবিভক্ত বাংলার চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তাঁর সঙ্গীতের প্রতি আগ্রহের সূত্রপাত হয় মায়ের এবং দাদা কপিলেশ্বরের প্রেরণায়। তিনি সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী এবং সুধীন দাশগুপ্তের কাছে। জটিলেশ্বর মুখোপাধ্যায় তার সঙ্গীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি করেছেন। তাঁর লেখা গানের মধ্যে রয়েছে 'অথৈ সমুদ্দুর পেরিয়ে এলাম', 'অনেক শহর গ্রাম ছাড়িয়ে', 'আনমনে কত কিছু লিখে', 'আমার অঙ্গে জ্বলে রঙমশাল' সহ আরও অনেক শ্রুতিমধুর গান। তিনি সঙ্গীত পরিচালক হিসেবেও সফল ছিলেন এবং তাঁর সুর দেওয়া গানগুলো বাংলা সঙ্গীতাঙ্গনে বিশেষ পরিচিতি পেয়েছে। তিনি 'দামু' ও 'নটী বিনোদিনী' চলচ্চিত্রে সুরারোপ করে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি তাঁকে ‘জ্ঞানপ্রকাশ ঘোষ পদক’-এ ভূষিত করে। ২০১৭ সালের ২১ ডিসেম্বর কলকাতায় তিনি প্রয়াত হন।


Lyrics RSS

এখানে জটিলেশ্বর মুখোপাধ্যায়-এর ৩৪টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার ১০
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি ১২
আমার স্বপন কিনতে পারে
কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস ১০
বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা
তোমার সংগে দেখা না হলে
ও মাঝিরে ও মাঝি
বধুয়া আমার চোখে জল এনেছে
কি কখন বলে বাঁশি
আমার অঙ্গে জ্বলে রঙমশাল
আমার মন-দোতারার একটি তার
অথৈ সমুদ্দুর পেরিয়ে এলাম
অনেক শহর গ্রাম ছাড়িয়ে
ও বাউল গেরুয়াতো পরেছ, একতারাটি ধরেছ
পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি
মোহনবাঁশি বাজে
অন্তরে শক্তিকে কমে যেতে দিও না
মনের নাগাল পাবো না জেনেও
বর্ণচোরা প্রজাপতি রে
কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই
আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ
আনমনে কত কিছু লিখে
ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
কখনো কখনো মাটির প্রদীপ
কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
কোনো ভোরের পাখি কখনো কি বলবে
আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে
যতই বল তোমায় আমি ভুলছি না
ছড়িয়ে রয়েছ কেন
আহা বৃষ্টি তো নয় যেন আশিস্ ধারা
চঞ্চল তোর ওই পাখাতে
বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন
কোনো হাতে মানায় কাঁকন কোথাও বাজুবন্ধ
যতোই বলো তোমায় আমি ভুলছি না

This is the profile page of Jatileswar Mukherjee. You'll find a list of Bangla song lyrics of Jatileswar Mukherjee on this page.