আমি বাইয়া যাইয়া কোন ঘাটে
লাগাবো রে সোনার নাও।।
নায়ের মাস্তুলে কান্দিয়া কয়,
তুমি কি করো মাঝিয়া ভাই রে।
এ যে পালের টান মোর
না সহে পরাণে রে......
দয়াল চাঁন রে;
আমি বাইয়া যাইয়া কোন ঘাটে
লাগাবো রে সোনার নাও।।
নৌকার গলুই এ কান্দিয়া কয়,
তুমি কি করো মাঝিয়া ভাই রে।
এ যে দাঁরের টান মোর
না সহে পরাণে রে......
দইয়াল চাঁন রে;
আমি বাইয়া যাইয়া কোন ঘাটে
লাগাবো রে সোনার নাও।।
নৌকার টগরাতে কান্দিয়া কয়
তুমি কি করো মাঝিয়া ভাই রে।
এ যে হাইলের টান মোর
না সহে পরাণে রে......
দয়াল চাঁন রে;
আমি বাইয়া যাইয়া কোন ঘাটে
লাগাবো রে সোনার নাও।।