এসো কাছে থাকো পাশে
নীলে ভাসা রূপালি চাঁদ।
তুমি এলে, ছুঁয়ে দিলে
মিটে যাবে হাজারো স্বাদ।
(তুমি)হেসোনা গো সুহাসিনী-
মন পুড়ে হয় যেন খাদ।।


কালো মেঘে গেছে ডেকে
মনে থাকা সোনালী সুখ।
আঁখি জলে ভেসে চলে
অভিমানে আমারি বুক।
(কেন) বোঝনা গো অভিমানী-
আমার নিরব আর্তনাদ।।


হাহাকারে কেঁদে মরে
প্রানে জমা প্রেমেরি সুর।
তব সুরে যাবে উড়ে
অমানিশা  হারাবে দূর।
(তুমি)বাধিবে সুর স্বরসতী-
দূরে ঠেলে অবসাদ।।