বুকটা যদি দেই গো চিরে
দেখতে পাবি তোরা
নিকোটিনের চেয়ে বেশি
প্রেম আগুনে পোড়া।।


ভালোবাসার মানুষ ছিলো
বুকের মধ্যখানে
কি যতনে রেখেছিলাম
এ মন শুধু জানে।
তার বিরহে স্মৃতিরা আজ
হলো বিষের ফোড়া।।


বুকের মাঝে আগুন জ্বেলে
কোথায় যে হারালো
আমার চেয়ে বেশি তারে
বাসলো কে যে ভালো?
হাজার প্রশ্ন মনের ভিতর
মন যে পাগলা ঘোড়া।।


মন শোনেনা আমার কথা
কাঁদে দিন রজনী;
তার কাছে আমার চেয়ে
বড় প্রাণ স্বজনী
কেমনে বোঝাই ভাঙা কাঁচে
লাগে না যে জোড়া।