আমি যেদিন মরে যাবো
বন্ধ চোখে দেখতে পাবো
কাঁদছো সবে মিলে;
যতই কাঁদো ফিরবো না আর
ইচ্ছে মোটেই নাই গো ফেরার
মরলে তিলে তিলে।


কেউ তাকায়নি মুখের পানে
শুধুই আমার হৃদয় জানে
সবাই ব্যস্ত ছিলে
অবহেলায় অপমানে
দাগ দিলে মোর সরল প্রাণে
সুখটা কেড়ে নিলে।


স্বার্থপরের এই জগতে
বেচেঁ আছি কোনো মতে
বিষ মাখা রস গিলে;
কত মুখোশ পড়ছে মানুষ,
তাই দেখে আজ হারাচ্ছে হুশ
চমকে উঠে পিলে।