আমরা সবাই ধনীদের (২), করি খুব সম্মান
ভালো মানুষকে করি আমরা অপমান (হায়রে) [২]
স্বভাব আমাদের উল্টো হাটা, আমরা পা ফাটা (২)
ঘুসখোরদের হয় না কোনো (২), এ সমাজে শাস্তি
গরিব মানুষ পাই না কখনো একটু খানি স্বস্তি (হায়রে) [২]
স্বভাব আমাদের উল্টো হাটা, আমরা পা ফাটা (২)
ভূত যারা বিশ্বাস করে (২), তারা হলো ক্ষ্যাত
এই ধোকাবাজদের ধরে ধরে পিঠে মারো ব্যত (হায়রে) [২]
স্বভাব আমাদের উল্টো হাটা, আমরা পা ফাটা (২)
গ্লাসের পানিতে দিলে চামচ (২), দেখায় একটু বাঁকা
ভূত বলে কিছুই নেই আসলেই এটা ধোকা (হায়রে) [২]
স্বভাব আমাদের উল্টো হাটা, আমরা পা ফাটা (২)
চোখে আমরা যা দেখি (২), তা হতেও পারে ভুল
লাল আলোতে কালো দেখায় নীল রঙের ফুল (হায়রে) [২]
স্বভাব আমাদের উল্টো হাটা, আমরা পা ফাটা (২)
সমাজে আছে ঝাড়া-ফু (২), দেওয়ার অনেক আলয়
আছে কি কোনো ঝাড়া-ফু শেখার বিশ্ববিদ্যালয় (হায়রে) [২]
স্বভাব আমাদের উল্টো হাটা, আমরা পা ফাটা (৪)