মাস্টার ফোর
কথা, সুর, কণ্ঠ ও মিউজিকঃ এইচ জে রুবেল
বড় মাস্টার সৃষ্টি করে চোর;
তাই হয়েছি আমরা মাস্টার ফোর।।
ভালো মানুষ; খুঁজে পাওয়া দায়।।
বুঝিনা আমরা কোন পথে যায়।।
মাস্টার করে দেশ বেচা-কেনা;
বাইরে থেকে তাদের যায়না চেনা।।
সন্ত্রাসীর গুরু উপরের মাস্টার।।
এদের ঝাড়ার মতো নেই কোনো ডাস্টার।।
বড় মাস্টার সৃষ্টি করে চোর;
তাই হয়েছি আমরা মাস্টার ফোর।।
ভালো মানুষ; খুঁজে পাওয়া দায়।।
বুঝিনা আমরা কোন পথে যায়।।
গরিব মেরে মাস্টার হয় ধনী;
তবুও আমাদের কাছে তারাই গুণী।।
অপরাধ করলেও পায় ফুলের মালা।।
মাস্টাররা বোঝে না গরিবদের জ্বালা।।
বড় মাস্টার সৃষ্টি করে চোর;
তাই হয়েছি আমরা মাস্টার ফোর।।
ভালো মানুষ; খুঁজে পাওয়া দায়।।
বুঝিনা আমরা কোন পথে যায়।।।।