কত দিন থাকিবায় লক্ষ্মণছিরি রে হাছন রাজা
ও হাছন রাজা কতদিন থাকিবে লক্ষ্মণছিরি
আখেরাতে যাইতে হইবে একদিন মরিবে ।
হাছন রাজা কতদিন থাকিবে লক্ষ্মণছিরি ||


এই যে দেখ আশয়-বিষয়, করিতেছ বাহাদুরী
সব ছাড়ি যাইবায় হাছন রাজা একাশ্বরী রে ||


আবালকাল গেল খেলে, যৌবন গেল মেলে
বৃদ্ধ কাল সাক্ষাৎ এবে রহিলে বেভুলে ||


ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ
এক মনে চিন্তা করিয়ে হও তাঁর দাস ||


পূর্ণ ব্রহ্ম আজ্ঞা এ গান শুনিয়া
হু হু হু হু বজুজ ইয়াহু, মনেতে টানিয়া ||


আল্লা আল্লা, আল্লা আল্লা, আল্লা আল্লা সার
আল্লা বিনে কিছু নাই দেখ মন আমার ||