( আরে ঘুড্ডি যে বানাইয়া মোরে
বাতাসে উড়াইয়া বাতাসে উড়াইয়া,
খেইড় খেলায় মোরে দিয়া, কান্না মুন্ডা দিয়া) ।
গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি |
হাছন রাজারে যেমনে ফিরায়, তেমনে দিয়া ফিরি ||
মৌলার হাতে আছে ডুরি, আমি তাতে বান্ধা
যেমনে ফিরায়, তেমনে ফিরি, এমনি ডুরির ফান্ধা ।।
রঙ্গে রঙ্গে মোরে দিয়া, খেইড় খেলাইয়া
হাউস মিটাইয়া, মুই গুড্ডিরে ফেলিব ফাড়িয়া ||
গুড্ডি হাছন রাজায় কান্দে, না লাগব তার দয়া
মাটিতে মিশাইব আমার, সোনার বরণ কায়া ||
হাছন রাজায় মিন্তি করে, মৌলার চরণ ধরি
চরণ ছায়ায় রাখ মৌলা দাসকে তোমারি ||