আমি যাইমু, ও যাইমু আল্লাহর সঙ্গে |
হাছন রাজায় আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে ||


আল্লার রূপ দেখিয়ে হাছন, হইয়াছে ফানা
নাচিয়া নাচিয়া হাছন গাইতেছে গানা ||


আল্লার রূপ, আল্লার রঙ,আল্লারও ছবি
নূরের বদন আল্লার, কি কব তা খুবি ||


হাছন রাজা দিলের চক্ষে আল্লাকে দেখিয়া
নাচে নাচে হাছন রাজা প্রেমে মাতাল হইয়া ।।