একদিন তোর হইবে মরণ, রে হাছন রাজা
একদিন তোর হইবে মরণ |
মায়াজালে বেড়িয়ে মরণ, না হইল স্মরণ ।।
যখন আইসা যমের দূত হাতে দিবে দড়ি
টানিয়া টানিয়া লইয়া যাবে, যমের পুরী রে ।।
কোথায় গিয়া রইবো তোমার সুন্দর সুন্দর স্ত্রী
কোথায় রইব রামপাশা, সাধের লক্ষ্মণ ছিরি রে ||
করবায় নিরে হাছন রাজা রামপাশায় জমিদারি |
করবায় নিরে কাপনা নদীর পারে ঘুরাঘুরি রে ||
আর যাইবাই নিরে হাছন রাজা, রাজাগঞ্জ দিয়া
আর করবাই নিরে হাছন রাজা দেশে দেশে বিয়া রে ||
ছাড় ছাড় হাছন রাজা, এ ভবের আশা
প্রাণ বন্ধের চরণতলে, কর গিয়া বাসা রে ।।