রাতের আকাশে যদি চাঁদ না ওঠে,
বকুল শাখায় যদি ফুল না ফোটে,
নদীর কুলে যদি ঢেউ না আসে,
তুমি ছাড়া এ রাত আমার কেমন হবে,
ভালবাসি, ভালবাসি, প্রিয়া তুমি,
আমারই হবে, আমারই হবে।


শিমুল শাখায় যদি ফুল না ফোটে,
ফুলের পরাগে যদি ভৌমরা না বসে,
তোমার জীবনে যদি সখা না আসে,
তুমি ছাড়া এ জীবন আমার কেমন হবে,
ভালবাসি, ভালবাসি, প্রিয়া তুমি,
আমারই হবে, আমারই হবে।


রাতের আকাশে যদি চাঁদ না ওঠে,
বকুল শাখায় যদি ফুল না ফোটে,
নদীর কুলে যদি ঢেউ না আসে,
তুমি ছাড়া এ রাত আমার কেমন হবে,
ভালবাসি, ভালবাসি, প্রিয়া তুমি,
আমারই হবে, আমারই হবে।
=================
গ্রামঃ টুপপিাড়া, থানাঃ শ্রীপুর,
জলোঃ মাগুরা, বাংলাদশে।
তারিখঃ ১৪/০১/২০২৪ খ্রিঃ
৩০শে পোষ, ১৪৩০ বাঙলা।