ও তোর চোখে কাজল, খোপায় ফুল, নাকে নোলক দোলে,
টিয়ের ঠোঁটের রঙটি নিয়ে কপালে টিপ পড়ে,
ও মেয়ের চোখে কাজল, খোপায় ফুল, নাকে নোলক দোলে।

খালি পায়ে আলতা পড়ে লাল শাড়ীটার আঁচলা ছেড়ে,
কোমর দোলায় নৃত্য করে চুলের খোপা খুলে,
শ্যামলা মেয়ে প্রমদ করে রুনু ঝুনু, ঝুনু রুনু বাজে।


কালো চোখে বাঁকা ঠোঁটে অভিমানী মৃদু হাসি ঝরে,
শিশু কিশোর বালক বালিকা রুনু ঝুনু তালে মাতে,
রমঝম ঝমরম রমঝম রুম ঝুম ঝুম নৃত্য করে।
=====================
গ্রামঃ টুপপিাড়া, থানাঃ শ্রীপুর,
জলোঃ মাগুরা, বাংলাদশে।