বাংলা ভাষায় কথা বলি আমি
এই ভাষাতেই গাই
বাংলার মত সুমধুর ভাষা
পৃথিবীতে আর নাই ।।


একুশের দিনে ভাষার জন্য
দিয়ে গেছে যারা প্রাণ
ইতিহাসে আছে আলোকিত হয়ে
রবে চির অম্লান
শহিদ ভাইয়ের রক্ত যায়নি বৃথা,
ফেব্রুয়ারির একুশ পেয়েছে
বিশ্বের বুকে ঠাই ।।


সকল কর্মে বাংলা ভাষার
করে গেলে ব্যবহার
ভাষার প্রসারে খুলবেই জানি
সম্ভাবনার দ্বার
বাংলা আমার মায়ের মুখের ভাষা,
প্রতিটি সময় চিত্তের মাঝে
একুশ রয়েছে তাই ।।