ও দয়াল গো আগুন বিনে যায় পুড়ে এই অন্তর
দেখলে না তো কিসের ধোঁয়ায় আঁধার হলো প্রান্তর
ছটফটিয়ে এ পাড়ে রই বসে কষ্ট মনে
ওইপাড়েতে নিলে না গো এই মন তোমার সনে
ছুঁয়েছিল ডিঙিয়ে মন নশ্বর দেহ একদিন
সুখের ছোঁয়া কাঁটার মতো বিঁধে মনের ভিতর
তোমার প্রেমে পাগল এ মন তোমার ধ্যানে থাকে
এই হাবিবা গহিন মনে শুধুই তোমায় আঁকে
এই জীবনের নেই দাম তোমারই দর্শন বিনে
দিয়ো গো ঠাঁই ভালোবেসে তুমি দয়ার সাগর
_