ভাটি গাঁয়ের পোলা আমি
যেদিন আইছি শহরে
বড় বড় দালান দেইখা
আমার মাথা ঘুইরাছে।
সই গো বুঝাই কেমনে তরে...
মতিঝিলে নামলাম যখন
শহর দেখতে আইয়া
দেখি পথের মইধ্যে
বিলের শাপলা রাখছে বানাইয়া।
সই গো বুঝাই কেমনে তরে...
এমন আজব জিনিস দেইখা
আমার মাথা ঘুইরাছে।
মোরে মোরে পাহাড়-ঝর্ণা
ঘোরার গাড়ী আর
জমিন ফাইট্টা পানি নাচে
যত এলাহি কারবার।
সই গো বুঝাই কেমনে তরে...
ঢাকা শহর আইসা সই গো
আমার মাথা ঘুরতাছে।