বাজিয়ে যেও সেদিন বাঁশি এমনই বাদল রাতে
চিরঘুমের মধুর আবেশ ছাইবে যেদিন আমার নয়নপাতে ।
ক্ষণে ক্ষণে সিক্ত হাওয়া
কাঁপিয়ে দিয়ে দীপের শিখা করবে যখন আসা যাওয়া--
আঁচল দিয়ে ঢেকো না তারে ।
আপন সুরেই ভুলিও আপনারে
নীরব সেই আবছায়াতে
সেদিন বাদল রাতে ।
ক্ষণে ক্ষণে আড়নয়নে তাকিয়ে দেখা,
প্রণয়তালে দুলে ওঠা,
হৃদয়কোণে কুসুম ফোটা--
এর সকল অবসানে আবার তুমি একা ।
দীপের শিখা নিভবে যবে
আঁধার ঘরে তোমার বাঁশির বেদনবাণী ভেসে রবে ।
আলোয় লাজে লুকিয়ে রাখা
কাঁদন তোমার রবে না আর ঢাকা
নীরব সেই সুরের আঘাতে
সেদিন বাদল রাতে ।