হে সমীরণ,
তুমি কেমন করে বৃষ্টি নামার খবর পেলে !
অঝোর ধারার সাথে সাথেই তুমিও দৌড়ে এলে ।
শাখায় শাখায় পত্র গুলি মর্মরিছে পরাণ খুলি’ ;
বিজুলির চকিত শিখা লক্ষ বাতির ক্ষণদীপ যায় জ্বেলে ।
তোমার পূবের দুয়ার ঐ খুলেছে ;
সহসা রাতের পাখি পথ ভুলেছে ।
কদম্ব-বাস উড়ায়ে লয়ে এসো তুমি মোর আলয়ে ;
বনে ঝোপে লুকিয়ে ফোটা যূথী কেয়া-র গন্ধ এনে দাও ঢেলে ।