ওগো করিবে কি কুসুম মোরে তোমার গলার মালায় l
আঁখি বুজিয়া সহিয়া লব--আছে বেদনা যা সূচীর জ্বালায় l


                                সারাদিনই মধুপ-অলির স্বপন গড়ি,
                                সন্ধ্যাবেলায় মলিন মুখে ঝরিয়া পড়ি l
কখনও বা অনাদরে শুকিয়ে মরি কোন পূজার থালায় l


                   আমার সকল নিয়ে তাকিয়ে আছি
তোমার যাওয়া আসার পথের ধারে
                                      খুবই কাছাকাছি l


                         হিয়ার মাঝে সাধ আছে গো সাধ আছে--
                          লভিব পরশ তব,  রহিব বক্ষের কাছে l
সম্মান পাবে এ জীবন তবে, পূর্ণতা পাবে সৌরভ ঢালায় l