যে গান তোরা বলেছিলি, পেরেছি কি গানখানি সে গাইতে ?।
এ অসীম সুরের সাগর মাঝে পেরেছি কি সঠিক তরী বাইতে ?।


হয়তো তোরা দিলি তালি--   আমি আপন বলে,
আপনার সীমানা তাই রইলো চাপা তোদের ভালোবাসার তলে ।
চোখের আড়াল হব যেদিন, হয়তো এ সুনাম হবে হারাইতে ॥


সাজাস নে গো সাজাস নে  তাজা ফুলের ডালা ;
যোগ্য যদি না হই তবে
ক্ষতি কি গো পরিতে গলায় ঝরা ফুলের মালা ।


আমায় ভালো বলিস নে গো কুণ্ঠাতে থেকে ;
তোদের যদি মন ভরিনি--দে জানিয়ে দে রে তোরা এখনই ডেকে ।
হয়তো তবে সেরার সেরা সুর জাগাবো তখন সানাইতে ॥