আনিতে পারিনি গো আর কোন ফুল ;
তোমার তরে আঁচল ভরে এনেছি গো
শুধুই আমের মুকুল ।
কুণ্ঠাভরে এসেছি গো দ্বারে--
মনটি তোমার ভরিবে কি এ ক্ষুদ্র উপহারে ।
আমি শুনিয়া এসেছি অলির গুঞ্জনধ্বনি--
শোনাতে পারিব নির্ভুল ।
যেটুকু সৌরভ তার এনেছি বয়ে--
ফাগুন প্রাতের মৃদু এ পবনে ছুটিতে চাহে সে
কোকিলের পরাণ জয়ে ।
আমি গাঁথিতে পারিনি গো মালা,
হৃদয়ে বিঁধিছে তাই শত সংকোচ-জ্বালা ।
আমি ব্যাকুলে চাহিয়া আছি দৃষ্টি মেলিয়া--
কি কহিব, প্রত্যাশা বিপুল ।