বকুল-বেদনা


ও বকুল ওরে,
কোন বেদনার ভারে তুই পড়লি রে ঝরে ।


রাত্রি দিল বিদায় তোকে,
প্রভাতকে তাই জড়িয়ে নিলি আপন শোকে ।
              তার মৌন দেহে সৌরভ তোর দিলি ভরে ॥


          তোর সকল কথা দে রে কয়ে
      পরম সুখে ঘাসের বুকের আশ্রয়ে ।


বেদনা তোর হাসি হয়ে
কত অনায়াসে লুকালো জল নয়নদ্বয়ে ।
       মন্দ বায়ু গন্ধে আকুল ঊষার দোরে ॥