এ কি আনন্দ রে !
                                 ওরে এ কি আনন্দ রে ।
    কজ্জলঘন জলদ জুটিল সুনীল নির্লিপ্ত অম্বরে রে ।l
                                
           কোন অমৃত-সমুদ্র-মন্থন-সঞ্জাত
বাষ্পরাশি ভাসিয়া আসিয়া ছাইল দুরদুরান্ত ।
  চকিত হাস্যআভাস তড়িত অধরে রে ।
                                       এ কি আনন্দ রে ॥


দুর্গম অমরাবতীর সু-উচ্চ সে দুর্গমার্গে প্রহর গণিতে গণিতে
                       চিরবিরহিনীর নিভৃতগীতি যাবে রে শুনিতে
                        শস্যক্ষেত্রে ঝর্ণাগাত্রে প্রাণ বুনিতে বুনিতে ।


                         শুষ্কবক্ষ তৃষাকাতরা বসুন্ধরা
নাচিবে সোল্লাসে তাতা থৈ তাতা থৈ নৃত্য মনোহরা ;
পলাতকা বলাকার ত্রস্ত বিচরণ মুক্ত প্রান্তরে রে ।
                                      এ কি আনন্দ রে ॥