যেদিন তুমি ডাক দেবে গো--ফিরবো তোমার পাশে ;
কি সুখে যে করিছো সুখী, মোরে পাঠিয়ে অবকাশে l


কত যে তরু গিরি মরু সাগর নদী,
গ্রহ তারা ঝর্ণা ধারা প্রাণী ঔষধি  !
পাখির গান জানায় আহ্বান
সন্ধ্যা প্রাতে নিত্যনূতন চিত্তহরণ কুসুম সুবাসে l


ক্ষণিক এই বিস্ময় মাঝে যত আনন্দ লভি'--
তব অন্তহীন করুণাধারার প্রতিচ্ছবি সবই l


সময় এলে ডাকটি মেলে নিশ্চয় জানি ;
কখনও তাই ভুলে না যাই তোমার বাণী l
যে ক'টা দিন করলে স্বাধীন--
বুঝেছি গো, কার তরে মন ভরে এমন অধীর উচ্ছাসে l