এই জীবনে যা-ই জুটেছে সবই আমার ভালো ।
তার খানিক না হয় করেছে আঁধার, খানিক আলো ।
এগিয়ে যাওয়ার পথে পথে
জুটিয়ে নিলেম কোনমতে
পাথর মাণিক বাঁধা গতে ।
রইল কেহ মুখ ফিরায়ে, কেহ বা তাকালো ॥
সুখের পানে ছুট লাগাতে দুঃখ এল কিছু ;
সুউচ্চ শির করতে গিয়ে আসন হল নীচু ।
দিল কেহ প্রভূত আঘাত,
ধরলে কেহ আঁধারে হাত
নয়নজল মুছেছি নির্ঘাত ।
মন্দ ভালোর হিসেব নিতেই জীবন ফুরালো ॥