ও আমার শীতের বায়--
      আয় এবারে আয় গো আয়, দখিন হতে আয় ।


               ঝরাপাতার রিক্ত চাহনি
     বনের পথে ছড়িয়ে বেড়ায় মর্মর ধ্বনি ।
ধূসর ধরার মৌন বাণী বুকের ’পরে কি দাগ রেখে যায় !


   ও অশোক, ও পলাশ--আর হোস নে রে ব্যাকুল,
           নাই সুদূরে আর রঙের উৎসব বিপুল ।


             লাগুক দোলা শাখার প্রাণে ;
      সুপ্ত জীবন প্রকাশ হোক মুক্তির গানে ।
ইন্দ্রপুরীর কানন হতে রঙ আনিয়া ঢালো ফুলের গা-য় ।