বলেছিলি তুই আমারে
ভালোবেসে রাতের ভারে
ভাসিয়ে দিবি ভরা জোছনায়


এক আকাশে দিনের আলো
আর আকাশে আঁধার কালো
এমন সময় তোকে মনে পড়ে যায়


লিখতে গেলে গানের কথা
জেঁকে বসে নীরবতা
নিবিড় মনে কেউ আকাশ হতে চায়


২৬/০৪/১৯
১১ঃ১০