তোমার গগন জুড়ে লক্ষ কোটি তারা
আমার আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
বৃষ্টিভেজা হৃদয়টাতে পাহারা দেয় কারা?
ভেজা আকাশ ভেজা বাতাস আমার ভেজা মনে
ঘন্টা বাজায় শব্দ তোলে কারণে অকারণে
শীতল পরশ বুলাতেই গায়ের কাঁপন হলো সারা
তোমার গগন আমার আকাশ একই রকম হলে
কাব্য কথায় গানের সুরে সমান তালে চলে
পাহাড় ঘুমায় সাগর তটে চন্দ্র দিশেহারা
২৮/০৩/১৯
১২ঃ১২ রাত