ভালোবেসে নদীর বুকে
আমি হব জল
তুই বন্ধু সাঁতার কাটিস
হইয়া টলমল
নিদারুণ এক কষ্ট বুকে
তোরে ভাবলাম সুখ
এমন আজব সুখের নেশায়
ধরিলো অসুখ
গানে গানে মনের টানে নামলো শ্রাবণ ঢল
উদাসী হাওয়ার মত
ঝিরিঝিরি বই
আশেপাশে কত মানুষ
প্রাণ বন্ধুয়া কই?
কি সুখেতে আছিস রে তুই কানে কানে বল?
২৪/০৪/২০২১
১২ঃ৩৭ রাত