ভালোবাসতে যে মন লাগে
আমার তা নেই তুমি বলেছো
ফেলে আসা দিন তাই একা একা চলেছো


আসলেই কি একা ছিলে?
ছায়াও ছিলো সেই মিছিলে
একা থাকার পণ থেকে তুমিও টলেছো


প্রতি দিনের অগ্রভাগে
মনে একটাই প্রশ্ন জাগে
রয়েছো আগের মতো নাকি একটুকু গলেছো


১২/০৫/১৯
১২ঃ২০ রাত