আমি নই মেঘলা আকাশ
ও আনাড়ি রঙিলা বাতাস
তবু তুই উড়াস আমারে
তারে একবার কাছে পেলে
রঙ পিদিমের আলো জ্বেলে
ভালো করে দেখবোরে নিকষ আন্ধারে
বারোমাইস্যা জোনাকপোকা
উড়ছে যেনো ডিঙি নৌকা
ডুবতে যাওয়ার ভয় থাকে না উতল জোয়ারে
সে যদি কাছে আসে
এই দেহ মনও হাসে
ও পৃথিবী জানিয়ে দিলাম ভালোবাসি তারে
২৫/০৫/১৮
০৩ঃ০৫ অপরাহ্ন