চোখের পাতা এক হয়না নিশীথ জাগিয়া
পোড়া মনে বিষম জ্বালা তোরে ভাবিয়া
অন্তরে নাই সুখরে বন্ধু, পাষাণ বন্ধুর মন
দিবালোকে জ্বলছে দুচোখ পুড়ছে বৃন্দাবন


প্রেমের জ্বালায় জ্বলে মরে কত রসিকজন
সামনে পড়িলে বন্ধু বুকেতে কাঁপন
চোখের আড়াল না হইতে মন উচাটন


শ্রাবণ মাসে ভরা বাদল নদীর শোভা ঢেউ
মনের খরা কাটায়ে দিবা আছোনি কও কেউ
করিয়া মাতাল ছিঁড়ে বেড়াজাল উতলা পবন


০২/০৬/২০২০
০৩ঃ৩৩ ভোররাত