পাথর কি গো কাব্য জানে
ঘুরেফিরে আসে গানে
চোখের সাথে মনের সাথে পাথরের দেয় তুলনা
তুমিও নাচনেওয়ালী, বাদ্য ছাড়া চলে না


পাহাড় যদি নিথর হতো
পুরুষও তার মতো
ঘুমিয়ে কাটিয়ে দিতো কয়েকশত বছর
তুমিও পাহাড়ি মেয়ে, ঝর্ণা ছাড়া চলে না


আকাশ যখন ঢেকে যেতো কালো মেঘে
এমন দিনে চাঁদটাও নেইতো কাছে
তুমিও বল্গা হরিণ, শব্দ ছাড়া চলে না


অঙ্গে জড়াও নিপুণ তাঁতের শাড়ী
কলমিলতা তরতরিয়ে বাড়ে
পাহাড় ঘেরা সবুজ বনানীতে
তুমিও নদী, গতি ছাড়া চলে না


০৫/০৫/১৮
০৪ঃ২০ ভোর