তুমি অকারণ কর টালবাহানা
করো কতোই ছলচাতুরী
তোমার আমার একই আকাশ
তবু দেখাও কত বাহাদুরি
অন্তরে যতো গান বাজতো
সে গানের ছিলো একই সুর
মেঠোপথে হারিয়ে যেতাম
আনন্দ ছিলো ভরপুর
কোন রাখালের বাঁশিটি আজও-
করে যায় মনটা চুরি
চৈত্রের খরতাপে উদাস দুপুর
কেটেছে আমাদের শৈশব
আজ কেন তবু পানসে লাগে
বসন্তের এই উৎসব
এত অবহেলা সয় না প্রাণে-
আমি যেনো সুতো ছেঁড়া রঙিন ঘুড়ি
২৪/০৬/২০২২
১২ঃ৪০ রাত