তুমি মিশেছো মোর পরাণ মাঝে
অন্তরে তার সুরের ধারা বাজে
সুর লুটেছে বিরাগ হরিণী
জল লয়েছে ধরে রাগিণী
চিনে নিলাম তারে দেখে নয়নে


সন্ধ্যা তারা জ্বলছে ওই পূবাল আকাশে
মিষ্টিমধুর সুবাস আসে তার পরশে
মন হয়েছে বিষম উতলা
পবন করে সপ্ত সুরের খেলা
তারে পেলাম পরাণ গহীনে


জলের উপর চাঁদ ফেলেছে আলোর ঝরনা ধারা
আলো ছায়ায় করে খেলা নিত্য নতুন তারা
মনে মনে মিলেছে সুর
আহা কি যে মধুর
বেঁধেছি তারে বাহুডোরে খুব গোপনে


১৫/০৫/১৪
১১:০৫অপরাহ্ন