তুমি আমার গুলবাগিচার ফুল
সুবাস পেতে গন্ধে মেতে
ভ্রমর হয় আকুল
তুমি আমার আকাশভরা তারা
ভালোবেসে ডাকলে কাছে বিরহ হয় সারা
আবেদনে সাড়া দিয়ে জোছনা মশগুল
তুমি আমার জোনাকপোকার বাতি
নিবিড় করে কাছে টানো হলে আঁধার রাতি
উজাড় করে ভালোবেসে ফোটাও প্রেমের ফুল
২৭/০৪/১৯
০৯ঃ৪৫ রাত