আমি কমু না কাওরে
তুই কষ্ট দিলে-
কোথায় আমার পোড়ে
অন্তর শুধু জ্বলে আমার
মনে ভীষণ হাহাকার
তুই শুধু দেখ না এই হৃদয়টা খুঁড়ে
কত ভালো লাগে আমার
ফিরে চাইলে একবার
ভালোবাসা পুষে রাখি থাকি শুধু ঘোরে
মনের কষ্ট দেখবি যদি
আশায় থাকি নিরবধি
সেই আশাতে গুড়ে বালি খুঁজি শুধু তোরে
২৯/০৪/২০২১
১২ঃ২৮ রাত